Posted by on Oct 28, 2016 in Uncategorized | 7 comments

শিক্ষিত বাঙালি, বিশেষত যাঁরা পেশা অথবা নেশার কারণে ভাষার কারবারী, তাঁদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার শব্দভাণ্ডারের হাল-হকিকত জানতে হয়, প্রতিনিয়ত ইংরেজি এবং বাংলা শব্দের অভিধান এবং সমার্থক শব্দাভিধান বা থিসরাসের দিকে হাত বাড়াতে হয়। বাঙালি শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক, সাহিত্যিক, কবি, অনুবাদক, সম্পাদক, সাংবাদিক, বিজ্ঞাপনের কাজে নিযুক্ত পেশাদার এবং আরও অনেকেরই দৈনন্দিন প্রয়োজন দুটি ভাষার শব্দভাণ্ডারের।

বাংলা সমার্থক শব্দের অভিধান

আধুনিক যুগে কমপিউটার প্রায় সকলেরই কর্মসম্পাদনের মূল মাধ্যম হয়ে উঠছে। শব্দের কারবারী আধুনিক শিক্ষিত বাঙালির প্রয়োজন মেটাতে একটি অনলাইন দ্বিভাষিক শব্দাভিধান রচনার কাজে হাত দিই। নিজে অনুবাদক হিসেবে দীর্ঘদিন কাজ করার ফলেই হয়ত এই ধরনের একটি শব্দভাণ্ডারের অপরিহার্যতা সম্পর্কে কোনো সন্দেহ ছিল না। কাজটি অসম্পূর্ণ হলেও প্রতিনিয়ত এগিয়ে চলেছে। আশা করব আপনারা এই অনলাইন ইংরেজি ও বাংলা সমার্থক শব্দভাণ্ডারটি ব্যবহার করবেন এবং মতামত জানাবেন। এর যে কোনো ভুলভ্রান্তি এবং অসম্পূর্ণতার দায় সম্পূর্ণ আমার। বাংলা-ইংরেজি সমার্থক শব্দকোষে পৌঁছতে নিচের লিংকটি ব্যবহার করুন।

বাংলা-ইংরেজি সমার্থক শব্দকোষ