Bengali Literary Translator – Subhamay Ray – শুভময় রায় -شوبھوموےؑ راےؑ -शुभमय राय –

line and wash sketch of a tram car

If You Need a Literary Translator…

I am not looking for paid work and my services are not available for translating commercial documents. I am available to translate literary works only from the languages I read, including stories, novels, plays, biographies etc. as well as  literary essays, reviews and serious non-fiction, though not poetry. I will only review proposals offered by established publishers or agents (not individuals, sorry). My first language is Bengali, and I will consider doing translations in these languages, listed by preference:

  1. English to Bengali
  2. Bengali to English
  3. French to Bengali
  4. Urdu to Bengali
  5. Urdu to English
  6. Hindi to Bengali
  7. Hindi to English

Since I believe that translation is best done into one’s native language, for translations into English I intend to work in close association with an editor whose native language is English.

My contact email: mails@bengalitranslator.net

বাংলা বইয়ের প্রকাশক ইংরেজি, ফরাসি, উর্দু, হিন্দি ভাষায় রচিত উচ্চমানের গদ্যসাহিত্য (কাব্য-কবিতা নয়) অর্থাৎ গল্প, উপন্যাস, প্রবন্ধ, জীবনী, ইতিহাস ইত্যাদি বাংলায় অনুবাদের ব্যাপারে উৎসাহী হলে যোগাযোগ করতে পারেন।  খ্যাতিসম্পন্ন/জনপ্রিয় লেখক এবং/অথবা মূল রচনার মান প্রস্তাব বিবেচনার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। প্রকাশক ব্যতীত কোনও ব্যক্তিবিশেষ যোগাযোগ করলে উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে।

আমি অর্থের বিনিময়ে সাহিত্যের অনুবাদের কাজ করি না। শুধু সেই সব ভাষা থেকে অনুবাদ করি যা আমি নিজে পড়তে পারি।

যেহেতু অনুবাদের ভাষা মাতৃভাষা হওয়াই কাম্য, তাই ইংরেজিতে অনুবাদ করলে আমি এমন সম্পাদকের সাহায্য নেওয়ার চেষ্টা করি যাঁর মাতৃভাষা ইংরেজি

ই-মেল পাঠানোর ঠিকানা: mails[at]bengalitranslator.net

For samples of my articles in English, you can visit  blogliterary. A list of recently published books, articles in Bengali and translations from other languages into Bengali, a few stories written in English as well as a few translated stories from Bengali into English can be found at Published Articles. For my other relevant experience and answers to your questions, please write to me at mails@bengalitranslator.net    

সম্প্রতি প্রকাশিত বাংলা বই, প্রবন্ধ, অন্যান্য ভাষা থেকে বাংলায় অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ ইত্যাদির একটি তালিকা দেওয়া গেল এখানে। ধন্যবাদ।

শুভময় রায়

शुभमय राय

شوبھوموےؑ راےؑ

Subhamay Ray

line and wash sketch of women working in the field

“No man is capable of translating poetry, who, besides a genius to that art, is not a master both of his author’s language, and of his own; nor must we understand the language only of the poet, but his particular turn of thoughts and expression, which are the characters that distinguish, and as it were individuate him from all other writers. When we are come thus far, ’tis time to look into ourselves, to conform our genius to his, to give his thought either the same turn, if our tongue will bear it, or, if not, to vary but the dress, not to alter or destroy the substance.” 

(John Dryden, On Translation)

“A translation is no translation,” he said, “unless it will give you the music of a poem along with the words in it.”

(John Millington Synge, The Aran Islands)

=================================

ভারতে শেষ বাদশাহ : ওয়াজিদ আলি শাহ

কেমন মানুষ, আর কেমন শাসকই বা ছিলেন ওয়াজিদ আলি শাহ? একটা মত বলে, তিনি ছিলেন নাচগানে মেতে থাকা, কর্তব্য অবহেলাকারী অযোগ্য শাসক। কেউ আবার তাঁকে মনে রাখতে চান ইস্ট ইন্ডিয়া কোম্পানির কূট চালে রাজ্য হারানো, এক সৃষ্টিশীল কিন্তু হতভাগ্য নবাব হিসেবে। হয়তো এই দুইয়ের মধ্যেই কোথাও অবস্থান প্রতিভাবান এবং একরোখা এই মানুষটির, ব্রিটিশরা যাঁকে কখনও ‘পোষ মানাতে’ পারেনি, বদলে যাওয়া সময়ের লিখন পড়েও যিনি পূর্বজদের সহবত ও সংস্কৃতি বজায় রেখেছিলেন শেষাবধি। নবাব ওয়াজিদ আলি ও তাঁর সময়কে বোঝার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বই লখনউ-বিশেষজ্ঞ রোজ়ি ল্যুয়েলিন জোন্স-এর The Last King in India: Wajid Ali Shah এখন পাওয়া যাচ্ছে বাংলা অনুবাদে।

২১ অক্টোবর ২০২৩ – কলকাতার কড়চা – আনন্দবাজার পত্রিকা – ‘এ বার বাংলায়’